এত দ্বারা উপবৃত্তিধারী সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১২/০৩/২০২৪ তারিখের ৩৭.০০.০০০০.০৬১.৯৯.০৬০.১৮.১৪৪ নম্বর স্মারক অনুযায়ী সকল উপবৃত্তিধারীর টাকা শুধুমাত্র নগর ও ব্যাংক হিসাব নাম্বারে পাটানো হবে। সুতরাং যাদের একাউন্ট বিকাশ/উপায়/রকেট নাম্বারে দেওয়া ছিল। তারা অতিদ্রুত অভিভাবকের এনআইডি দিয়ে নগদ অথবা ব্যাংক একাউন্ট খুলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল।
নির্দেশক্রমে
অধ্যক্ষ